স্বাধীনতা! ও স্বাধীনতা!!
কোথায় তুই?আচ্ছা, তোমরা কি কেউ আমার স্বাধীনতাকে দেখেছো?
আমার স্বাধীনতা হারিয়ে গেছে।
ওকে খুঁজে পাচ্ছি না।
কেউ কি দেখেছো
আমার স্বাধীনতাকে?
.
এই যে ভাই, একটু সরেন দেখি।
এদিকে কি কাজ?
আমার স্বাধীনতা এদিকে গেছে নাকি?
ওদিকে যাওয়া যাবেনা।
এদিকে গণভবন।
ওও আচ্ছা।
.
আচ্ছা দেখি এখানে এত জটলা কিসের?
আমার স্বাধীনতা কি এদিকে গেছে?
এই এদিকে যাওয়া যাবে না । রাস্তা বন্ধ। রাস্তা বন্ধ।
কেন ভাই?
মন্ত্রী আসবেন। মুক্তিযোদ্ধা মন্ত্রী। ওও আচ্ছা।
.
এই রিকশাওয়ালা, একটু জলদি চলো না।
আমার স্বাধীনতাকে খুঁজতে হবে।
কেমনে চলুম হুহ? দেখেন না কি জ্যাম রাস্তায়।
কিসের জ্যাম?
রাস্তা বন্ধ করে সমাবেশ করছে। বাক স্বাধীনতার জন্য।
আরে কি বলেন?
.
এ কেমন দেশ! এখানে তো আমার স্বাধীনতাকে খুঁজে পাওয়া যাবে না।
ওকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম।
ভাগ্যে থাকলে আপনা আপনিই ফিরে আসবে.....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন