বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

বক্তাদেরপ্রতি অনুরোধ।

অনেক মাহফিলে দেখা যায় কিছু বক্তা স্টেজে উঠে বক্তৃতা শুরু করে। অনেক কথাবার্তা (যেমন; উপস্থিত সম্মানিত  অমুক-তমুক.....) বলার পর সালাম দেন।

আমি অবাক! আলেমগণ কিভাবে এমন করেন!? উনাদের তো জানা 'আগে সালাম পরে কালাম' (কথাবার্তা)। কিন্তু আফসোস! অনেক আলেম সাধারণ মানুষের মতো, রাজনৈতিক নেতাদের মতো; এই সেই বলে সালাম দেন। এটি ভুল জনাব।
আমি আপনি (আলেম সমাজ) যদি এমন করি তাহলে তো সাধারণ মানুষ এমন করবেই। সেটাকে সঠিক ভাববেই।

তাই আসুন আমরা পরিবর্তন হই। সমাজ পরিবর্তন করি। রাসূলের সুন্নত পালন করি। তাই নিজে আমল করি ও অপরকে বলি- " আগে সালাম, পরে কালাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন তিনি জাতীয় কবি। বিদ্রোহী কবি। সাম্যের কবি।

কেন তিনি বিদ্রোহী 'কবি? কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা যুগে যুগে কোটি তরুণকে দ...