বুধবার, ৬ মে, ২০২০

একটি ভুল ভাবনা | রোযা কি অনাহার যাপন?

রোযা কি অনাহার যাপন?

রমযানের রোযার ব্যাপারে কারও কারও মন্তব্য শুনে মনে হয়, তারা যেন রোযাকে শুধুই একটি অনাহার যাপনের সাধনা মনে করে। ইসলামের রোযা যেন অন্যান্য ধর্মের সাধনার মতো শুধু একটি সাধনা। মনে রাখবেন, এ ভাবনা নিতান্তই ভুল। রোযা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদাত,  তাতে অনেক  হেকমত ও তাৎপর্য নিহিত রয়েছে।

রোযার সুনির্দিষ্ট নিয়মনীতি, মাসায়েল ও পদ্ধতি ইসলামে নির্দেশিত রয়েছ,  যা আমরা খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মাদ মুস্তফা (সাঃ)  থেকে আল্লাহর ওহীর মাধ্যমে পেয়েছি।  রোযার সবচেয়ে গুরুত্বপূর্ণ হেকমত বা রহস্য হল তাকওয়া ও অন্তরের পবিত্রতা অর্জন করা। যেমন- সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলা হয়েছে।

পক্ষান্তরে অনৈসলামী সাধনা বা অনাহার যাপনের মূল উদ্দেশ্য হল শুধু রুহ বা আত্মার শক্তি অর্জন করা, অন্তরের পবিত্রতা বা তাকওয়া অর্জনের সঙ্গে যার সামান্যতম সম্পর্কও নেই। উপরন্তু তাদের সে সাধনা সম্পূর্ণ মনগড়া এবং ইবাদতের সঙ্গে তার সামান্যতম  সম্পর্কও নেই। সুতরাং ইসলামী রোযাকে বিজাতিদের মাঝে প্রচলিত সাধনার মতো একটি সাধনা মনে করা চরম মূর্খতা, যা থেকে তাওবা করা ফরয।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কেন তিনি জাতীয় কবি। বিদ্রোহী কবি। সাম্যের কবি।

কেন তিনি বিদ্রোহী 'কবি? কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা যুগে যুগে কোটি তরুণকে দ...