কেন তিনি বিদ্রোহী 'কবি?
কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা যুগে যুগে কোটি তরুণকে দিয়েছে সাহস। তাই বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত।
.
কেন তিনি জাতীয় কবি?
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার আলবার্ট হলে সর্বভারতীয় বাঙালিদের পক্ষ থেকে কবিকে 'জাতীয় কবি' হিসেবে ঘোষণা করা হয়।
.
কেন তিনি সাম্যের কবি?
কবি তার কবিতার মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে চেয়েছেন। সকল মানুষকে শুধু মানুষ পরিচয়ে দেখতে চেয়েছেন। তাই তিনি সাম্যের কবি।
.
বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২৪তম জন্তজয়ন্তী আজ।
১২৪তম জন্মবার্ষিকীতে জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
-আশরাফ আলী সুমন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন